প্রভাত কুমার সাহা, সদরপুর
ফরিদপুরের সদরপুরে চুরির ঘটনাকে কেন্দ্র করে মারপিট করে আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে লাকি বেগম (৩৫)। এ ঘটনায় সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাচ্চু শেখের স্ত্রী লাকি বেগমের সাথে প্রতিবেশী জাকির মুন্সীর মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে গত শনিবার কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বাচ্চু মুন্সী ও তার স্ত্রী তাহেরুন নেছা লাকিকে বেদমভাবে প্রহার করে। মারাত্বক আহত অবস্থায় লাকিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হলে ঢাকায় প্রেরন করেন চিকিৎসকেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে লাকি মারা যায়। এ ঘটনায় নিহতের স্বামী বাচ্চু শেখ বাদী হয়ে মঙ্গলবার সদরপুর থানায় একটি মামলা দায়ের করে। সদরপুর থানার ওসি জানান, মামলার পর আসামীদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
