প্রভাত কুমার সাহা, সদরপুর। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের উদ্ভাবনী মানবিক সহায়তা প্রদানে সদরপুর উপজেলায় ডিজিটাল কার্ডের খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। শুক্রবার সকালে উপজেলার ৯টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ৬ হাজার ৭শ ৫০টি ডিজিটাল কাডের্র মাধ্যমে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উদ্বোধন শেষে এমপি নিক্সন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কার্ডধারীদের মাঝে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
