প্রভাত কুমার সাহা, সদরপুর
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষনা দিয়েছেন আবুল কাইয়ুম চৌধুরী হিরু। কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিরু চৌধুরী শুক্রবার তার নিজ বাসভবনে নেতা-কর্মীদের নিয়ে উঠোন বৈঠকে এ ঘোষনা দেন। নেতা-কর্মীদের উদ্দেশ্য করে হিরু চৌধুরী বলেন, দীর্ঘদিন যাবত সদরপুর উপজেলাটি অবহেলিত রয়েছে। এ উপজেলায় উন্নয়নমূলক দৃশ্যমান কোন কাজ হয়নি। নদী ভাঙ্গন এ উপজেলার অন্যতম একটি সমস্যা। উপজেলার নানা সমস্যা সমাধান এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার জন্যই আমি আসন্ন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। তিনি আরো বলেন, ফরিদপুরের জনবহুল এ উপজেলায় মাদক ও সন্ত্রাসমুক্ত করতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়ে আমি কাজ করেছি। আগামীতে সবাইকে সাথে নিয়ে সদরপুরকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।
