প্রভাত কুমার সাহা, সদরপুর।
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে উক্ত কার্যালয়ের উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনে সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহ্দাব আকবর চৌধুরী লাবু। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনর হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলে দেশ উন্নয়নশীল দেশে রুপান্তিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশ উন্নতির শিকরে পৌছাবে। তিনি আরও বলেন, আগামীতে আওয়ামী লীগের কমিটি হবে মুক্তিযোদ্ধার সপক্ষে সন্তানদের নিয়ে রাজাকার মুক্ত কমিটি । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষ্ণপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ূম হিরু, সৈয়দ দেলোয়ার হোসেন, রাজিব চৌধুরী প্রমুখ।
