সদরপুর

সদরপুরে আলোকধারার শহীদ দিবস পালন


বিশেষ প্রতিবেদক।
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোকধারার পক্ষ থেকে সদরপুর উপজেলার বাবুর চর বাজারে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথেই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সকালে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সকাল ৯ টা থেকে বিনামূল্যে প্রায় তিন শতাধিক মানুষের ডায়বেটিস পরীক্ষা এবং এ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
আলোকধারা বাংলাদেশ সরকারের কর্তৃক অনুমোদিত এবং নিবন্ধনকৃত একটি স্বেচ্ছাসেবামূলক সামাজিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সচেতনতামূলক এবং সমাজ সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত ১৬ ডিসেম্বর সংগঠনটির পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এর ধারাবাহিকতায় এবার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ এসকল কর্মসূচী পালন করা হয়। আলোকধারার সভাপতি মো: লিটন মাহমুদ জানান, “শিক্ষিত, সমৃদ্ধ এবং নতুন সমাজ বিনির্মাণের প্রত্যয় এই স্লোগান কে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।  আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতীয় গুরুত্বপূর্ন এই দিনে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করছি।” আলোকধারার সাধারণ সম্পাদক মো: রাসেল মুন্সী বলেন, “সকলের স্ততস্ফুর্ট অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আজ সফলভাবে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছি। আগামীতেও আমরা আমাদের সাধ্য অনুযায়ী সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করবো। আমাদের সকল সদস্য, সংগঠক এবং শুভানুধ্যায়ীদের আমি ধন্যবাদ জানাচ্ছি।”
সরেজমিনে দেখা যায়, স্থানীয় জন সাধারণ সকাল থেকেই বাবুর চর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে সারিবদ্ধভাবে ডায়বেটিস পরীক্ষা করছে। আলোকধারার পক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করেছেন স্বেচ্ছাসেবকগণ। মাস্ক বিহীন জন সাধারনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *