কন্ঠ রিপোর্ট #
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তাম্বুল খানায় অবস্থিত শোলাকুন্ডু কেরামতিয়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা শুক্রবার দুপুরে মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা গ্রহনের সময় উপস্থিত ছিলেন ডিজির প্রতিনিধি পরিদর্শক মোঃ বাদশা খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা বেগম, মাদ্রাসার সভাপতি আঃ লতিফ শেখ, মাদ্রাসার সুপার মোঃ আলমগীর হোসেন, বিদ্যুৎসাহী সদস্য মোঃ আলাউদ্দিন। পরীক্ষায় নিরাপত্তা কর্মী পদে ৫ জন এবং আয়া পদে ৬ জন অংশ নেন। রিটেন ও ভাইভা পরীক্ষার ৩০ নম্বরের মধ্যে নিরাপত্তাকর্মী পদে সর্বোচ্চ নম্বর পেয়ে কামরুল হাসান এবং আয়া পদে সর্বোচ্চ নম্বর পেয়ে রুনা আক্তার নির্বাচিত হন। নিরপেক্ষ ও স্বচ্ছতার ভিক্তিতে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় প্রার্থীসহ ম্যানেজিং কমিটি, অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
