ফরিদপুর কন্ঠ রিপোর্ট । ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই প্রস্তুতি সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসান মিন্টু ফকির, ছাত্রলীগ নেতা শিপন মোল্যাসহ প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ঐ দিন ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহ্ফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনসহ দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়।
