কন্ঠ রিপোর্ট ।
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা উপ-পরিষদের সদস্য, রাজেন্দ্র বিশ^বিদ্যালয়ের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা এমএম শাহরিয়ার রুমী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একপুত্র রেখে গেছেন। শাহরিয়ার রুমি স্বাধীনতার অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর মরহুম শামসুদ্দীন মোল্লার জোষ্ঠ্যপুত্র। বুধবার বাদ জোহর সম্মিলিত সামরিক হাসপাতালে প্রথম, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগা মাঠে দ্বিতীয় এবং বাদ জোহর ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
শাহরিয়ার রুমী স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ছিলেন। ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও জিএস রুমী ১৯৭৩ সালে ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ক্রিড়াঙ্গনেও অবদান রেখেছেন। তিনি আবাহনী ক্রিড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও ফরিদপুর জেলা আবাহনী ক্রিড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
