সোহাগ জামান #
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল রাজবাড়ী জেলার সদর উপজেলার বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪৫ পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা রবিবার রাতে বিনোদপুর এলাকায় অভিযান চালায়। এসময় রায়হান মটরস এন্ড ওয়ার্কশপ নামের দোকানের সামনে থেকে রিয়াজ উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৪৫ পিস ইয়াবা, মোবাইল ও মাদক বিক্রির ৩১শ টাকা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আটককৃত রিয়াজকে রাজবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
