রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্বামী-স্ত্রীর মধ্যে স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের (২০) মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার বেলা তিনটার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের ৬নং ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আব্দুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬নং ফেরিঘাটের কাছে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনেরা মরদেহটি আঞ্জুমান আরা খাতুনের বলে সনাক্ত করেছেন। গত ১১ জুলাই দৌলতদিয়া ফেরি ঘাটের পদ্মা নদীতে গোসল করতে গিয়ে তীব্র ¯্রােতে ভেসে যান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার তফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ইমন শেখ ও তার স্ত্রী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকার আজিম শেখের মেয়ে আঞ্জুমান আরা খাতুন। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ঢাকা থেকে আসা ডুবরীরা তাদের উদ্ধারে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের লাশ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে স্বামী ইমন শেখ।
