সোহেল মিয়া, রাজবাড়ী #
রাজবাড়ীর পাংশায় ওহাব শেখ নামের এক কৃষককে গুলি করে হত্যার ঘটনায় ৪ আসামীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের ডাঙ্গা গ্রামের মনসুর আলী মিয়ার ছেলে হানিফ আলী, মৃত আজগর আলীর ছেলে মুক্তার শেখ, লাহিড়ী রঘুনাথপুর গ্রামের মজিবর রহমানের ছেলে জমির হোসেন ও বসা কুষ্টিয়া এলাকার হাসেম খা’র ছেলে রুবেল খা। মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকৃতরা কৃষক ওহাব শেখকে গুলি করে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের লাহিড়ী রঘুনাথপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ওহাব শেখ। এ ঘটনায় শুক্রবার বিকেলে নিহতের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে ওই চারজনের নামে এবং অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন।
