আন্তর্জাতিক ডেক্স: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বসতবাড়ি ধ্বংস করে নির্মাণ করা হচ্ছে পুলিশের ব্যারাক, সরকারি ভবন ও প্রত্যাবাসন ক্যাম্প।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। রাখাইনে অন্তত চারটি স্থানে ভবন নির্মাণ করতে দেখা যায় বলে জানানো হয় প্রতিবেদনে।
স্যাটেলাইট চিত্র অনুযায়ী, নির্মাণাধীন ভবনের ওইসব স্থানে রোহিঙ্গাদের বসতবাড়ি ছিলো। ২০১৭ সালে রাখাইনে তল্লাশি চৌকিতে হামলার পর মিয়ানমার সেনাদের হত্যা ও নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা। পরে আর্ন্তজাতিক একাধিক গণমাধ্যমে রাখাইনে রোহিঙ্গাদের বসতবাড়ি ধ্বংসের স্যাটেলাইট চিত্র প্রকাশ পায়।
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনা অভিযানকে জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ হিসেবে আখ্যা দেয় জাতিসংঘ।