ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা #
ফরিদপুরের ভাঙ্গা থানায় সদ্য যোগদানকারী পুলিশ পরিদর্শক মোঃ সেলিম রেজা বলেছেন, ভাঙ্গা উপজেলায় মাদক জুুয়া ওয়েলকাম সহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের বিষয়ে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। তিনি আরও বলেন, জিডি মামলা, পুলিশ ক্লিয়ারেন্স সহ যে কোন ধরণের পুলিশি সেবার জন্য থানায় কোথাও কোন টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হবে না। যদি কোন ব্যাক্তি পুলিশি সেবার নামে টাকা পয়সা দাবি করে দয়া করে আমাকে জানাবেন আমি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। সেবাসহ যে কোন প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ
করতে আমার সরকারী মোবাইল ও অফিস খোলা থাকবে।
বুধবার দুপুরে যোগদান করে রাতেই ’ভাঙ্গা থানা ফরিদপুর’ নামক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে ভিডিও বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। পুলিশ অফিসার বলেন, প্রিয় ভাঙ্গাবাসী আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। তারা কাদের সঙ্গে চলাফেরা করে, কাদের সঙ্গে উঠাবসা করে, মাদকের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, কিশোর গাং এর সাথে যুক্ত কিনা, তারা সামাজিক কোন অপরাধের সাথে জড়িত কিনা সে বিষয়ে খেয়াল রাখবেন। এলাকায় কোন মেয়ে যেন ইভটিজিং এর শিকার না হয় সেদিকে খেয়াল রাখবেন। যদি কোন মেয়েকে ইভটিজিং করে তাহলে আমাকে জানাবেন। আমি সে সকল বখাটে ছেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। এলাকায় কোন বাল্য বিবাহের সংবাদ পেলে সেটা বন্ধের উদ্দোগ নিতে হবে। প্রয়োজনে তাৎক্ষণিক ভাবে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ কখনওই কোন একাউন্টের পার্সওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না। কারনঃ মোবাইল কোম্পানি থেকে কখনওই পাসওর্য়াড জানতে চায় না। প্রতারক চক্র আপনাকে কোম্পানির নামে কথা বলে পাসওয়ার্ড চেয়ে আপনার অর্থ হাতিয়ে নিতে পারে। আমি দৃঢ় কন্ঠে বলতে চাই ভাঙ্গা থানা হবে সম্পূর্ণ দালাল মুক্ত। কোন ব্যাক্তি থানায় দালালি করার সুযোগ পাবে না। তিনি বলেন, আর কয়েকদিন পর আগামী ২৮শে নভেম্বর ১২টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে কোন সহিংস ঘটনা করার চেষ্টা কেউ করবেন না। যদি কেহ চেষ্টা করেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের কাছে বিভিন্ন ধরণের তথ্য আছে এবং গত কয়েকদিনে ভাঙ্গা থানার বিভিন্ন এলাকা ও বাড়ী থেকে অনেক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সে গুলোর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। আমি আপনাদের উদার্ত আহবান জানাচ্ছি যে সকল বাড়ীতে দেশীয় অস্ত্র মজুদ আছে ঢাল,শরকি,কাতরা,বল্লম আপনারা যদি স্বেচ্ছায় সমর্পন করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে না। কিন্তু যদি পুলিশ
অভিযান চালিয়ে আপাদের বাড়ী থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে তাহলে আপনার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। আমরা চাইনা এই নির্বাচনকে কেন্দ্র করে কোন সহিংস ঘটনা ঘটুক এবং কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। কাজেই আপনাদের সবাইকে অনুরোধ করবো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সেই নির্বাচনটাকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য আমাদেরকে সহযোগীতা করুন। আমরা আপনাদের পাশে আছি। পরে সকলকে ধন্যবাদ জানিয়ে তার কথা শেষ করেন। এরআগে দুপুরে এই পুলিশ অফিসারকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন থানার ভারপাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র মন্ডল, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সহ থানার সকল অফিসার বৃন্দ। এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ওসি স্যার নগরকান্দা থেকে এসেছেন, তিনি সেখানে সুনামের সাথে
চাকুরী করেছেন। স্যারের কর্মদক্ষতা অনেক তার নেতৃত্বে ভাঙ্গা থানাকে মাদক,সন্ত্রাস,ওয়েলকাম সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড দমন করতে বদ্ধ পরিকর।
