ফরিদপুর সদর

মধুখালী ইউএনও’র উপর হামলার ঘটনায় আটককৃতরা রিমান্ডে

কামরুজ্জামান সোহেল।
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীসহ আনসার সদস্যদের উপর হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। মধুখালী থানা পুলিশ ও ইউএনও’র গাড়ী চালকের পৃথক দুটি মামলায় আসামী করা হয়েছে ৫০০ জনকে। হামলার ১নং আসামী ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান তপনসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছে ফরিদপুরের ৫নং আমলী আদালতের জ্যোষ্ঠ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ হাসান। সোমবার আদালতে হাজির করে আসামীদের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান তপনকে ২ দিনের এবং অপর তিন আসামীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম। এদিকে, ইউএনও আশিকুর রহমানের উপর হামলা ও গাড়ী ভাংচুরের সাথে জড়িতদের বিচার দাবী অব্যাহত রয়েছে। দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবী করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করে। এসময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক উপস্থিত ছিলেন। এদিকে, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীর উপর হামলা ও পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাংচুরের প্রতিবাদে মধুখালী উপজেলা পরিষদ, উপজেলা কর্মচারী কল্যাণ ক্লাব, মধুখালী ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ,উপজেলার কর্মকর্তা,কর্মচারীবৃন্দ ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা কর্মচারী কল্যাণ ক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মচারী কল্যান ক্লাবের সভাপতি শাহ মো. রকিবুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আবু তারেক,উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *