মধুখালী প্রতিনিধি #
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসন ও পরিষদ কর্তৃক প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত করোনার কারনে ঘরে বসে যাওয়া কর্মহীনদের মাঝে শনিবার সকালে চাল, ডাল, আলু বিতরন করা হয়েছে। উপজেলার গোন্দারদিয়া, আড়কান্দি,আমডাঙ্গা, পুরান মধুখালী, বৈকণ্ঠপুর, রামদিয়া এলাকার শতাধিক লোকের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, উপজেলা আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
