সোহাগ জামান #
ফরিদপুরের র্যাব-৮ ক্যাম্পের একটি দল ভাঙ্গা পৌর এলাকায় পন্যবাহী ট্রাকে অভিযান চালিয়ে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ফেনসিডিল বহন করার দায়ে মেছের আলী সরদার (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফেনসিডিল বহনকারী একটি ট্রাক জব্দ করে র্যাব সদস্যরা।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর র্যাব কার্যালয়ে এ সংক্রান্তে প্রেস ব্রিফিং করা হয়। র্যাব ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ ইফতেখারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার ভোরে ভাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে পন্যবাহী একটি ট্রাকে তল্লাসী চালানো হয়। এসময় ট্রাক থেকে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় মেছের আলী সরদার নামের এক মাদক ব্যবসায়ীকে। আটককৃত মেছের আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তার বাড়ী যশোর জেলার কেশবনগর উপজেলায়। আটককৃত ফেনসিডিল ও ট্রাকসহ মেছের আলীকে ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
