ভাঙ্গা প্রতিনিধি #
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের ইব্রাহিম মাতুব্বরের ৪ বছরের শিশু কন্যা নিয়ামা আক্তার ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় নিয়ামার মা কহিনুর বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে ভাঙ্গা থানায় মামলা করেন। রাতেই লম্পটকে ভাঙ্গা বাজার মোবাইল মার্কেট থেকে আটক করেছে রাকিবুল ইসলাম (১৬)কে পুলিশ। লম্পট রাকিবুল একই গ্রামের ওবাইদুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়,শিশু কন্যা নিয়ামা মঙ্গলবার বিকালে বাড়ীর পাশে খেলার সময় তাকে প্রলোভন দেখিয়ে রাকিবুল পার্শ্ববর্তী কাশেম মিয়ার রান্না ঘরে নিয়ে পরনের কাপড় খুলে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় নিয়ামার আর্ত-চিৎকার করলে বাড়ীর লোকজন এগিয়ে আসে তখন লম্পট রাকিবুল পালিয়ে যায়। নিয়ামার মা কহিনুর বেগম তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এস আই) পিযুষকান্তি অভিযান চালিয়ে রাকিবুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
