বোয়ালমারী

বোয়ালমারীতে পৌর বাস টার্মিনাল উদ্বোধন

বোয়ালমারী অফিস #
গুরুত্বপূর্ন ১৯টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন ফরিদপুরের বোয়ালমারী পৌর বাস টার্মিনাল উদ্বোধন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে এক একর ৩৩ শতাংশ জমির উপরে নির্মিত টার্মিনাল নির্মাণ ব্যয় জমি অধিগ্রহণসহ ৫ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৬৫২ টাকা। শনিবার দুপুরে উদ্বোধন শেষে টার্মিনাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি মনজুর হোসেন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহবান জানান। বোয়ালমারী পৌরসভাসহ তার সংসদীয় এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্যা, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আ’লীগ সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, কাউন্সিলর সাইফুর রহমান প্রমুখ।

এর আগে আঁধারকোঠায় বারাশিয়া নদীর উপর এলজিইডি কর্তৃক ২ কোটি ৫ লাখ ৭৮ হাজার টাকা ব্যায়ে নির্মিত ৩৬ দশমিক শুণ্য চার মিটার দীর্ঘ একটি সেতু উদ্বোধন করেন সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *