বোয়ালমারী

বোয়ালমারীতে পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেলো ৮জন

বোয়ালমারী অফিস #
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের নবম শ্রেণীর প্রথম পর্ব বোর্ড পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেয়েছে ৮জন। শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে ওই ৮জনকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির প্রথম পর্বের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। ইউএনও ঝোটন চন্দ সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই ৮জনকে আটক করে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ ধারা অনুযায়ী এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, মায়ের পরীক্ষা দিতে আসা সুবর্ণাকে ২০ হাজার, বোনের পরীক্ষা দিতে আসা লিমাকে ২০ হাজার এবং ভাইয়ের পরীক্ষা দিতে আসা ফয়সাল শেখকে ১৫ হাজার, শুভ সরকারকে ২৫ হাজার, রাজিব খানকে ২৫ হাজার, নাইম শেখকে ২৫ হাজার, বাবর আলীকে ২৫ হাজার, সোহাগ কীর্ত্তনিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই কেন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এছাড়া ওই বিদ্যালয়ের পিয়ন নিজাম উদ্দিন অসদুপায় অবলম্বনে সহযোগিতা করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়াও ইছাখালী গ্রামের আব্দুল গফফারকে রাস্তার পাশের সরকারি গাছ কাটার অপরাধে ১৮৬০ সালের ২৯১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *