বোয়ালমারী অফিস #
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা চতুল ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টায় ডাকাতি করার সময় দুই ডাকাতকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ওই রাতে ভাটপাড়া গ্রামের রওশর মোল্যার বাড়িতে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ একে এম শামীম হাসান ও ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রওশন মোল্যার বাড়িটি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতদের কাছ থেকে একটি রামদা, একটি ছোরা, একটি তালা ভাঙ্গা এ্যাংগেল লোহার রড ও দুইটি ছোল দা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের নাটোরিয়া গ্রামের মৃত সানোয়ার সিকদারের ছেলে ইয়ারুপ এলাইচ আরব আলী (৪৫) ও বোয়ালমারী উপজেলার ভাটপাড়া গ্রামের মুনছুর শেখের ছেলে আলী আজগর শেখ (৪৮)। ইয়ারুপের নামে আলফাডাঙ্গা থানায় অস্ত্র, বিস্ফোরক মামলাসহ তিনটি মামলা রয়েছে। গ্রেফতার কৃতদের জবান বন্দি অনুসারে এসআই দিপংকর স্যানাল বাদি হয়ে ১০ জন কুখ্যাত ডাকাতকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছে। মামলা নম্বর ১৩। আসামিদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।