বোয়ালমারী প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আগুনে বসত ঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন বাড়ির মালিক সাহিন মোল্যা । ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি আশরাফ ফকির তাদের ঘরে আগুন দিয়েছে। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, শনিবার দুপুরে পরিকল্পিতভাবে বাড়িতে কেউ না থাকায় আগুন দিয়েছে প্রতিবেশি আশরাফ ফকির ও আছাদ ফকির। তাদের সঙ্গে বাড়ির মালিক সাহিন মোল্যার জমির সীমানা নিয়ে আদালতে মামলা চলে আসছে। শনিবার বাড়িটির ভাড়াটিয়া ভাঙ্গারি ব্যবসায়ি হাসান হাওলাদারের স্ত্রী অসুস্থ্য জনিত কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে আগুন দিয়ে তাদের উচ্ছেদের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়।
তবে আছাদ ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, শাহিন মোল্যার সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু আগুন লাগানোর বিষয়ে তাকে জড়িত করা হচ্ছে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে। তিনি বলেন, আাগুনে আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
