এম আজিজুল হক।
মাসব্যাপী ইফতার বিতরন কর্মসূচির আওতায় ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের অসহায় দুই শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ ইফতার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শামীম হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক শাহীন আহমেদসহ সদর উপজেলা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগ কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম আশ্রয়ন প্রকল্পে থাকা ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
