বিশেষ প্রতিবেদক।
বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি। বুধবার বেলা ১২টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ এফ এম কাইয়ুম জঙ্গী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, বিএনপি নেতা মিজানুর রহমান মিনান, গোলাম মোস্তফা মিরাজ, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন, ছাত্রদল নেতা সৈয়দ আদনান হোসেন অনু, তানজিমুল হাসান কায়েস, শাহরিয়াল শিথিল প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের কাছে বিএনপি নেতা একে কিবরিয়া স্বপন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁকে অবিলম্বে বিদেশে না পাঠানো হলে এবং এর ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সরকার এর দায় এড়াতে পারবে না। এই মুহুর্তে মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরী হয়ে পড়েছে। আমরা আশা করছি সরকার এ জনদাবীটি মেনে নেবে।
