সোহাগ জামান/এম আজিজুল হক।
বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর কোতয়ালী থানা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের পৌর অডিটোরিয়ামে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছির। জাহিদ চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব ইমান আলী মোল্যা, জুবায়ের জাকির, মোঃ মিঠু মিয়া।
বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর কোতয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোঃ সেলিম শেখকে আহবায়ক এবং আলহাজ্ব মোঃ মিঠু মিয়াকে সদস্য সচিব করা হয়। কমিটির ান্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, মোঃ হেমায়েত ফকির, জোবায়ের আল মাহমুদ বাদল, মোঃ কবির হোসেন, আঃ রাজ্জাক প্রামানিক, রেজুয়ান আহমেদ, আব্দুর রাজ্জাক রাজা, মোঃ রফিকুল ইসলাম বকুল, মোঃ মিজানুর রহমান, মোঃ আলাউদ্দিন মল্লিক, মোঃ সেলিম মিয়া। সদস্যরা হলেন, ফজলুল হক, শেখ হারুন, মোঃ সোহেল শেখ, মোঃ আমজাদ শেখ, জাহিদ হোসেন সুজাত, কামাল শেখ, আবুল কাসেম, মোঃ সহিদ মিয়া, মোঃ কাইয়ুম মোল্যা, মোঃ সরোয়ার মোল্যা, মোঃ মিঠু মোল্যা, মোঃ আমীর হোসেন বিদ্যুৎ, সাবিনা নুর লুসি, মোঃ হারুন হাওলাদার ও মোঃ মাসুদ খান। আগামী তিন মাসের মধ্যে ফরিদপুর সদর উপজেলার মেয়াদ উত্তীর্ণ ১২টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।