বিশেষ প্রতিবেদক
ফরিদপুরে নদী ভাঙ্গন কবলিত এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)। বুধবার সকালে এফডিএ অফিসে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, এফডিএ’র পরিচালক মোঃ আজহারুল ইসলাম, এসডিসির পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, রাসিন এর পরিচালক আসমা আক্তার মুক্তা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, এফডিএর কর্মকর্তা আবু ছাহের আলম প্রমুখ। সংস্থাটির নিজস্ব অর্থায়নে ফরিদপুর সদর উপজেলার নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের নর্থ চ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া, আলিয়াবাদ ইউনিয়নের ১ হাজার অসহায় দরিদ্রদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, সেমাই, দুধসহ ঈদ সামগ্রী বিতরন করা হয়। এফডিএ’র পরিচালক মোঃ আজহারুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরকে সামনে রেখে পদ্মানদীর ভাঙ্গন কবলিত চরাঞ্চলের অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ঈদে হতদরিদ্র মানুষের আনন্দ ভাগাভাগি করে নিতে এফডিএ যে কাজটি করেছে তা সাধুবাদ পাবার যোগ্য। তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা গুলো এগিয়ে আসার কারনেই দেশের মানুষ এখন অনেক ভালো আছে।
