সোহাগ জামান #
গত কয়েকদিনে ফরিদপুরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। ঘন কুয়াশা আর শীতের কারনে সবচেয়ে বিপদে পড়েছে কর্মজীবি মানুষ। এদিকে শীতের তীব্রতায় কর্মহীন হয়ে পড়ছে সাধারন শ্রমজীবী মানুষ। সারাদিন মেলেনি সূর্যের দেখা।
জেলার শ্রম বিক্রয় হাটে গিয়ে দেখা গেছে অলস বসে আছে শ্রমিকরা। তারা জানান, শীতে কারনে কয়েকদিন হলো কাজ নেই। এক রকম বসেই দিন পার করছেন তারা। ফরিদপুরের আবহাওয়া অফিস সূত্র জানাযায়, গত কয়েক দিনে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসে থাকলেও আজ শনিবার তাপমাত্রা সর্বনিন্ম রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রীতে। গত কয়েক দিনে ধরেই ফরিদপুর অঞ্চলে শীতের সঙ্গে দেখা দিয়েছে প্রচন্ড ঘন কুয়াশা। সন্ধ্যার পরেই শিশির পড়তে থাকে সর্বত্র। কুয়াশার কারনে জনজীবনে স্থবির হয়ে পড়েছে। এদিকে গত কয়েকদিনে শীতের কারনে রাস্তার পাশে গরম পোশাকের দোকানগুলোতে বেচাবিক্রের ধুম পরেছে।
