ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর আর ডি একাডেমীর সহকারী শিক্ষক মৃগাংক শেখর ভৌমিকের উপর হামলাকারী বখাটে আশিক চক্রবর্তীর বিচার দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালযের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন থেকে অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহন, বখাটেকে গ্রেফতার ও বিচার দাবী করা হয়। বিদ্যালযের পরিচালনা পর্ষদের সভাপতি বিভুতি ভুষন ঘোষ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম মিঞাঁ, লাঞ্চিত শিক্ষক মৃগাংক শেখর ভৌমিক ছাড়াও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
গত ১ জুলাই চক ভবানিপুর গ্রামের অলোক চক্রবর্তীর বখাটে পুত্র আশিক চক্রবর্তী স্কুলের কক্ষে ঢুকে নারী শিক্ষার্থীদের আজেবাজে কথা বলতে থাকে। বিষয়টি শিক্ষার্থীরা শিক্ষকদের অবগত করলে উত্ত্যক্তকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৩ জুলাই বিকালে স্কুল শেষে সহকারী শিক্ষক মৃগাংক শেখর ভৌমিক বাড়ী যাওয়ার সময় ফাঁকা জায়গায় পেয়ে পেছন থেকে হামলা করে পিটিয়ে আহত করে বখাটে আশিক ও তার সহযোগীরা। এ ঘটনায় স্কুল কমিটি জরুরী বৈঠক করে ৪ জুলাই কোতয়ালী থানায় অভিযোগ করে। অভিযুক্ত আশিককে আটক করতে পারেনি পুলিশ।
