সোহাগ জামান #
ফরিদপুর র্যাব-৮ সদস্যরা মঙ্গলবার দুপুরের শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে লালু শেখ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে লালুকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। পরে আটক লালুকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে লালু শেখকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পরে লালুকে কারাগারে পাঠানো হয়।
