সোহাগ জামান #
ফরিদপুরে র্যাবের হাতে অস্ত্রসহ একাধিক মামলার আসামী, ডাকাত সর্দার মিরান মৃধা আটক হয়েছে। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংরাদের ভিক্তিতে র্যাবের একটি দল ভাংগা উপজেলার বড় হামিরদী গ্রামে অভিযান চালিয়ে মিরান মৃধাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান স্যুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মিরান মৃধার বিরুদ্ধে একাধিক ডাকাতি, মাদক, অস্ত্র মামলা রয়েছে। আটককৃত মিরান মৃধাকে জিজ্ঞাসাবাদ শেষে ভাংগা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
