মেহেদী কবির সুমন।
ফরিদপুরে বে-সরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান রিজডা বাংলাদেশ এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। সকালে রিজডা বাংলাদেশের উদ্যোগে একটি র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোয়ালচামটস্থ শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসন কতৃক আয়োজিত বিজয় র্যালীতে অংশ নেন রিজডা বাংলাদেশের সদস্যরা। দুপুরে অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিজয় দিবসের আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এসব কর্মসূচিতে অংশ নেন রিজডা বাংলাদেশের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন, পরিচালকের প্রতিনিধি তৈয়াবুর রহমান তুহিন, এরিয়া ম্যানেজার শেখ মহিবুর রহমান, শ্খাা ব্যবস্থাপক রাহাত হোসেনসহ জেলার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
