ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল, জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে আটক করে। র্যাব সূত্রে জানা গেছে, সরকারী নির্দেশ অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে জামাল খা (২০), সিদ্দিক বিশ্বাস (৫২), রুবেল জমাদ্দার (৩০), মনি পাল (২৫), সরোয়ার হোসেন (৫২), জয়নাল মন্ডল (৩২), লালন খাঁ (১৯) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ কেজি মা ইলিশ, ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের পরে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ডে দন্ডিত করেন। উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
