ফরিদপুরে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ও জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেন বরকতের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা বাস মালিক গ্রুপ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা বাস মালিক গ্রুপ ও শ্রমিক ঐক্য পরিষদ পৃথকভাবে তাদের কথা তুলে ধরেন। বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক কাজী সাইফুর রহমান সোহেল লিখিত বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে দুটি পত্রিকায় বাস মালিক গ্রুপের সভাপতি সাজ্জাদ হোসেন বরকতকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। সেই সংবাদে সভাপতির বিরুদ্ধে মনগড়া ও কাল্পনিকভাবে গল্প বানিয়ে তা প্রকাশ করে। মনগড়া সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয়। পরে জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গোলাম মোঃ নাসির তার লিখিত বক্তব্যে তিনি বলেন, বাস মালিক গ্রুপের সভাপতিকে জড়িয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে তা বিভ্রান্তিমূলক। যারা মিথ্যা গল্প ফেঁদে সভাপতিকে বিতর্কিত করার চেষ্টা করছেন তারা কারো কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এসব কাজ করছেন। এ ধরনের মিথ্যা সংবাদ থেকে বিরত থাকা না হলে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ ও জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ফরিদপুর জেলাকে অস্থিতিশীল করার জন্য একটি কুচক্রিমহল পাঁয়তারা চালাচ্ছে। এই মহলটি মিথ্যা অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে ষড়যন্ত্র চালাচ্ছে। সংবাদ সম্মেলনে জেলা বাস মালিক গ্রুপের কর্মকর্তা ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত নিউজ
সালথায় যুবতী ধর্ষন মামলায় যুবক আটক
সালথা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সালথায় ২২ বছরের এক যুবতীকে জোরপূর্বক ধর্ষন মামলার আসামী কামরুল মাতুব্বার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। কামরুল ঐ গ্রামের মৃত সামাদ মাতুব্বারের ছেলে। মামলা সুত্রে জানা যায়, আটঘর ইউনিয়নের ২২ বছরের এক যুবতীকে বিদেশে নিয়ে ভাল […]
ফরিদপুরে বজ্রপাতে নারীসহ তিনজন নিহত
সোহাগ জামান # ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় মারাত্বক ভাবে আহত হয়েছেন আরো দুইজন। স্থানীয়রা জানান, সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি স্বজনকান্দা ও বাতা গ্রামে বেলা দুইটার দিকে বৃষ্টিপাতের আগে বিকট শব্দে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে কাগদি স্বচনকান্দা […]
সালথায় আল-কেমি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধণ
আবু নাসের হুসাইন, সালথা # ফরিদপুরের সালথায় আল-কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে আল-কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। আল-কেমি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পরিচালক […]