

সুমন ইসলাম #
ফরিদপুরে প্রথম এলপিজি অটোগ্যাস স্টেশন”মেসার্স ফরিদপুর এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন” এর শুভ উদ্বোধন করা হয়। আজ শনিবার দুপুরে ফরিদপুরের কৈজুরী, পিয়ারপুরে জি গ্যাস এলপিজির হেড অফ বিজনেস আবু সাঈদ রাজা স্টেশনের শুভ উদ্বোধন করেন।সৈয়দ মোকাররম আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী,সাধারন সম্পাদক মশীউর রহমান খোকন ও জি গ্যাস এলপিজি এর সিনিয়র ম্যানেজার মাহবুবুল ইসলাম খান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।এসময় বক্তারা বলেন সর্বাধিক নিরাপদ এবং সর্বোচ্চ পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন।