ফরিদপুর সদর

ফরিদপুরে পৌরসভা নির্বাচনে নৌকার টিকিট পেলেন অমিতাব-লিমন

কামরুজ্জামান সোহেল।
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সবাইকে চমকে দিয়ে ফরিদপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের হয়ে নৌকার মনোনয়ন বাগিয়ে নিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাব বোস। অমিতাব বোসের মনোনয়ন লাভের মধ্যদিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট প্রার্থীরা ধরাশায়ী হয়েছে। ফরিদপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ১৭ প্রার্থী। তাদের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন, জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউল হাসান মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত আলী জাহিদসহ ১৭ প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার এক সভায় ফরিদপুর পৌরমেয়র হিসাবে দলের মনোনয়ন প্রদান করা হয় অমিতাব বোসকে। এদিকে, অমিতাব বোসকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ায় রাতে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এসময় আনন্দ মিছিল নিয়ে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সভার মধ্যদিয়ে শেষ করে। সভা থেকে অমিতাব বোসকে দলের মনোনয়ণ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। এদিকে, ফরিদপুরের মধুখালী পৌরসভায় বর্তমান মেয়র মোরশেদ হোসেন লিমনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভা ও মধুখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *