অপরাধ ফরিদপুর সদর

ফরিদপুরে পুলিশের অভিযানে ৬ জন আটক

সোহাগ জামান।
ফরিদপুরে বিকাশ প্রতারনা চক্রের ৫সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলার ভাঙ্গা উপজেলার কর্নিকান্দা গ্রাম থেকে বিকাশ প্রতারনার কাজে অংশ নেয়া ৫বিকাশ প্রতারক মো: ইব্রাহিম আকন, ফাইজুল মাতুব্বর, শাহিনুর মাতুব্বর ওরফে কালু মাতুব্বর, অনিক সিকদার, ও লিটু মাতুব্বর ওরফে বদরকে গ্রেফতার করা হয়। এসময় বিকাশ প্রতারনা কাজে ব্যবহৃত ৫টি মোবাইল সেট ও বিভিন্ন কম্পানীর ১৮টি মোবাইল সিম জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ।
এদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় স্ত্রী হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত ২৬শে এপ্রিল আসামী সাহেব আলী তার ২য় স্ত্রী মনিরা আক্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের মানিকনগর ব্রীজের নিচে নিয়ে ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এঘটনায় নিহতের ফুপু বাদি হয়ে নিহতের স্বামী সাহেব আলী ও তার প্রথম স্ত্রী জোসনা বেগমসহ অজ্ঞাতনামা আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ঢাকা জেলার দোহার থানা এলাকা হতে আসামী সাহেব আলীকে গ্রেফতার করে।
এ দুটি ঘটনা নিয়ে শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফ্রিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার , অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: আব্দুলাহ বিন কালাম, ডিবির অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *