সোহাগ জামান# সরকার কতৃক নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে ফরিদপুরে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার বিকেলে ফরিদপুর শহরের পানবাজার মার্কেটে অভিযান চালায় র্যাব-৮ ও ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিবুজ্জামান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন। নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির দায়ে পানবাজারে অবস্থিত রহমান ট্রেডার্সের মালিক আবদুর রহমান ও হক ট্রেডার্সের মালিক ফজলুল হককে আটক করা হয়। এসময় উক্ত দুই দোকান থেকে ১ হাজার ৩২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন-১৯৯৫ সালের ১৫ এর ৪ (খ) ধারা মোতাবেক আটককৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ে হস্তান্তর করা হয়।
