সোহাগ জামান #
ফরিদপুরে ডেঙ্গু বিষয়ে সচেতনতা, বাল্য বিবাহ ও মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসন ও এনজিও সমূহের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। র্যালী পূর্ব সমাবেশে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মোবাশ্বের হাসান, সহকারী কমিশনার তিথি মিত্র, বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, রাসিনের পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামীসহ ফরিদপুরের বিভিন্ন এনজিও সমূহের প্রধানগন। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। র্যালী শেষে এনজিও সমূহের পক্ষ থেকে মাঠ পর্যায়ে উঠোন বৈঠকের মাধ্যমে ডেঙ্গু, বাল্য বিবাহ এবং মাদক বিরোধী সচেতনতা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখার ঘোষনা দেয়া হয়।
