সুজাউজ্জামান জুয়েল #
কেন্দ্রীয় কৃষকলীগের সম্মেলনকে সামনে রেখে ফরিদপুর জেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী সিরাজুল ইসলাম। বর্ধিত সভা উপলক্ষে শনিবার দুপুরে স্থানীয় বোয়ালমারী উপজেলা কৃষক লীগের কার্যালয়ে জেলা কৃষকলীগের সভাপতি কবিরুল ইসলাম মাও এর সভাপতিত্বে সভাপয় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, ফরিদপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এ্যাড. শরিফ কায়সার রহমান, সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) আবু সাইদ মিয়া, কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সদস্য মো: আসাদুল করিম, ভাংঙ্গা উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ইয়াসিন ফকির, বোয়ালমারী উপজেলার সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, নগরকান্দা উপজেলার আহ্বায়ক মনোয়র হোসেন, মধুখালী উপজেলার সভাপতি মোতালেব হোসেন মৃধা, সাধারন সম্পাদক ওহিদুজ্জামান,আলফাডাঙ্গা উপজেলার সভাপতি মোকলেচুর রহমান, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সালথা উপজেলার আহবায়ক ফারুক হোসেন প্রমূখ। এসময় বক্তারা জাতীয় সম্মেলনকে সফল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বর্ধিত সভায় নয়টি উপজেলার ডেলিগেটরা উপস্থিত ছিলেন।
