সোহাগ জামান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসলেশন ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় শহরের কালীবাড়ী এলাকার মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী ওরফে ভানু চক্রবর্তী (৬৫) রবিবার সকালে মারা গেছেন। তিনি ফরিদপুর সদর উপজেলার সাবেক কমান্ডার ছিলেন। এছাড়া তিনি সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতিও ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, শহরের কালীবাড়ী এলাকার বাসিন্দা, মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী গত ২৪ মে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর সে শ্বাসকষ্টে ভুগলে তাকে করোনা আইসলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে অবস্থার উন্নতি হলে সাধারন বেডে রাখা হয়। শুক্রবার সকালে ফের অবস্থার অবনতি হলে তাকে আইসলেশন ওয়ার্ডে নেওয়া হয়। রবিবার সকাল ৮টার দিকে সে মারা যায়।
ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ জানান, মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী ভানুকে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রিয় মর্যাদায় শহরের অম্বিকাপুর শশ্মানে দাহ করা হয়েছে।
ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, রবিবার সকাল পর্যন্ত জেলায় ২৮০ জনের করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে দুই মুক্তিযোদ্ধাসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
