কামরুজ্জামান সোহেল।
ফরিদপুর জেলায় আজ শনিবার মোট ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ফরিদপুর সদরে রয়েছেন ৬১ জন। এছাড়া বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৩ জন, আলফাডাঙ্গায় ১ জন, সালথায় ২ জন রয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের করোনা সনাক্তকারী ল্যাব থেকে এ তথ্য জানা গেছে। ফরিদপুর সদরে যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন, কানাইপুরের মকবুল হোসেন, ঠেনঠেনিয়ার ওয়াহাব ফকির, বিলমাহমুদপুরের খাদেজা বেগম, হ্যাপী আক্তার, শামীমা, ফাহিমা, চকবাজারের মোহসিন, রঘুনন্দনপুরের বৈদ্যনাথ সাহা, সেলিম, স্বরুপ হোসেন, খাবাসপুরের রামিয়া, রফিকুল হক খান, চাঁনমারীর জাকির, কমলাপুরের ফারজানা, ঝিলটুলীর ডা, শামসুন্নাহার, কামরুল হাসান, র্যাব-৮ ক্যাম্পের মোঃ রাশেদুল, মাসুদ রানা, গোয়ালচামটের আঃ সালাম মিয়া, গোয়ালচামট মোল্যাবাড়ী এলাকার সৈকত, পশ্চিম খাবাসপুরের আকরামুল হাসান, চরকমলাপুরের শাহীন কাজী, সোনালী ব্যাংকের লিটন মিয়া, গুহলক্ষীপুরের মালেকা বেগম, পূর্ব খাবাসপুরের ফারজানা, আলীপুর রওশন আলী সড়কের ফিরোজ হোসেন, আলীপুরের আবুল আলী খান, সাবিনা বেগম, খ্রীষ্টান মিশনের সুভাষ সরকার, হাটকৃষ্টপুরের আবদুল জলিল, কানাইপুরের খাসকান্দির দেলোয়ার, পুলিশ লাইনের হাসমত আলী, ওবায়দুর রহমান, শামীম, কপিল, মিজানুর রহমান, মেহেদী হাসান, শিমুল মন্ডল, জহুরুল ইসলাম, আলামিন, তামিম, রহিম, মুনিয়া খানম, জেনারেল হাসপাতালের মোঃ জাহিদ, ডিএমসিএইচ এর ডা. সুচক সাহা, আসিয়া, মুরারীদহের ওমেদ মোল্যা, হাইওয়ে পুলিশের মনিরুল ইসলাম, সিংপাড়ার পাখী সাহা, পূবালী ব্যাংকের গোপাল চন্দ্র মন্ডল, নিখুরদীর খোদেজা বেগম, আমদপুরের নাসির হোসেন, দক্ষিন ঝিলটুলীর আবুল কালাম আজাদ, দক্ষিন কমলাপুরের হাসি আক্তার, বজলুর রশীদ, পশ্চিম খাবাসপুর মিয়াপাড়ার আবদুল হামিদ, মান্নান ফরায়েজী, পূর্ব খাবাসপুর লঞ্চঘাট এলাকার ইমরান হোসেন, মাহামুদুল হাসান, পশ্চিম খাবাসপুরের কাজী আবু জাফর, ১নং হাবেলী গোপালপুরের সুজাউদৌলা।
