সুমন ইসলাম।
ফরিদপুরের তিনটি স্থান থেকে অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারী খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস)’র ২৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দপুরে সদর উপজেলার অম্বিকাপুর বাজার এলাকা থেকে এবং উত্তর শোভারামপুর ও অম্বিকাপুর পুরাতন বোর্ড অফিস থেকে এসব চাল উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। জানা গেছে, দুপুরের দিকে অম্বিকাপুর বাজারের সামনে দিয়ে ভ্যানযোগে কয়েকবস্তা চাল নিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। স্থানীয়রা সরকারী চাল দেখে ভ্যানটিকে আটক করে। পরে কোতয়ালী পুলিশকে অবহিত করলে পুলিশ এসে ভ্যানসহ ৮ বস্তা চাল জব্দ করে। স্থানীয়দের অভিযোগের সূত্র ধরে উত্তর শোভারামপুর এলাকার জলনক আক্কাস শেখের বাড়ী থেকে ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া অম্বিকাপুর পুরাতন বোর্ড অফিস থেকে আরো ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। সরকারী চাল বিভিন্ন জনের কাছ থেকে কেনার নায়ক আক্কাস শেখকে পুলিশ খুঁজছে। উদ্ধারকৃত চাল গুলো থানায় রাখা হয়েছে। কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে অভিযোগের সূত্র ধরে ২৩ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত আক্কাস শেখকে আটকের চেষ্টা চলছে। আক্কাস শেখ বিভিন্ন জনের কাছ থেকে কম দামে চাল গুলো কিনে পরবর্তীতে বেশী দামে বিক্রি করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
