সোহাগ জামান।
ফরিদপুরে আজও নতুন করে ৪৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ২৯ জন ফরিদপুর সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন।
ফরিদপুর মেপিকেল কলেজ পিসিআর ল্যাব সুত্র মতে, আজ (২৯জুন) সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ ল্যাবে ২৮২টি নমুনার পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৭৩ জন করোনা পজেটিভ এসেছে এবং ২৫৬জনের নেগেটিভ এসেছে।আর ৩টি নমুনা ইনভেলিড এসেছে।
আজ নতুন ৭৩ জনের মধ্যে ফরিদপুরে ১টি ফলোআপসহ ৪৪জন, গোপালগঞ্জের ২৮জন এবং রাজবাড়ির ১ জনের করোনা সনাক্ত হয়েছে।
ফরিদপুরে নতুন ৪৩ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ২৯জন, নগরকান্দা উপজেলায় ২জন মধুখালী উপজেলায় ২জন, সালথা উপজেলায় ৩জন সদরপুর উপজেলায় ১জন , বোয়লমারী উপজেলায় ১জন এবং ভাঙ্গা উপজেলায় ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফরিদপুর জেলায় এ নিয়ে সর্বমোট ১৯৫৩ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩১৮জন এবং মৃত্যু বরস করেছেন ২৪জন।
ফরিদপুর সদর উপজেলায় আজকের নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন, শহরের গুহলক্ষিপুরের পলি নন্দি, নির্মল নন্দি, রঘুনন্দনপুরের সালাউদ্দিন মিয়া, তাম্বলখানার হামিম মোল্ল্যা, ভাটপাড়ার শহিদ আলম,পুলিশ লাইনের মো.আব্দুল মান্নান, সোহেল ফরায়জি, মো. রাহুল, শফিকুল ইসলাম, তুষার পাল, আশীক খান, মিলন শেখ, ডিবি পুলিশের আজিজুর রহমান, আশিকুর রহমান, হাইওয়ে পুলিশের ভেলু শেখ, তুহিন শেখ, মো. বজলুর রহমান, বিলমামুদপুরের মায়া ইসলাম রানী, গোয়লচামটের অনিমেষ চন্দ্র সরদার, রথ খোলার শর্মিলা, কোমরপুরের আমিনুল ইসলাম, ফমেকের আকলিমা, ডায়বেটিকের আকলিমা, ঝিলটুলীর ডালিয়া আক্তার, মিয়া পাড়ার মো. নুরুল ইসলাম, টিবি হাসপাতালের মনোয়ারা বেগম, জাহেদ হোসেন, শিবরামপুরের জালাল উদ্দিন, ফমেকের ডা.আবুল হোসেন ।
নগরকান্দা উপজেলার আক্রান্ত ব্যক্তিরা হলেন, লস্করদিয়ার রুনা আক্তার, দেবাশীষ অধিকার নগরকান্দা পৌরসভা।
মধুখালী উপজেলায় আক্রান্ত ব্যক্তিরা হলেন, সাহাপুরের অনন্ত কুমার দাস , রায়পুরের কানু নাথ রায়।
সালথা উপজেলায় আক্রান্ত ব্যক্তিরা হলেন, ফুলবাড়িয়ার আকাশ মিয়া, জয়ঝাপের মো. মোশারফ হোসেন, এবং বাসনা
সদরপুর ইপজেলায় আক্রান্ত ব্যক্তি হলেন, ১৭ রশির মো. শাহাদাত হোসেন।
ভাঙ্গা উপজেলায় আক্রান্ত ব্যক্তিরা হলেন, কাফুরা সদরদীর মো. মামুন শেখ, হামিরদীর মো.আবু আকবর মাতুব্বর, পৌরসভার আবুল বাশার, রায়পাড়ার মরিয়ম, পাডুরিয়ার মোশারফ মোল্ল্যা।
বোয়লমারী উপজেলায় আক্রান্ত ব্যক্তি হলেন গলিয়া বাড়ির সমীর।