

সোহাগ জামান #
নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় গৃহবন্দি হয়ে থাকা সমাজের নিন্ম আয়ের মানুষের পাশে দাড়িয়েছে ফরিদপুরের জিয়া সাইবার ফোর্সের একদল তরুন কর্মী। সোমবার(৩০ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় গৃহবন্দি হয়ে থাকা সমাজের নিন্ম আয়ের ভিক্ষুক, প্রতিবন্ধী, মুচি, রিক্সাচালক, জেলেসহ শতাধিক পরিবারের মাঝে খাদ্য দ্রব্য বিতরন করা হয়। এসময় প্রতিটি অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে চাল,ডাল,তেল,সাবান,আলু,পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরন করে জিয়া সাইবার ফোর্সের প্রতিনিধিরা। খাদ্যবিতরনকালে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার সভাপতি অনিক খান জিতু,সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি সোহান আল মাহমুদ, যুব নেতা মেহেদী হাসান রাজুসহ জিয়া সাইবার ফোর্সের অন্যন্য প্রতিনিধিরা।