অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও মো. ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে এ মামলা করেন। অভিযোগে বলা হয়, ৬৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলাটি করা হয়।
