নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় নারী ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ(সোমবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব কথা জানান।
তিনি বলেছেন, ‘এক সময় দেশে নারীদের খেলা নিয়েই কথা বলা যেত না আর এখন এই মেয়েরা নিজ যোগ্যতায় বিশ্বের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে। এটা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।’ ক্রিকেট খেলায় নারীদের মনোবল ধরে রাখতে পাশে থাকারও প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অধিকাংশ মন্ত্রী উপস্থিত ছিলেন।