কন্ঠ রিপোর্ট # চর্চায় বিশেষ অবদান রাখায় কবি শেখ ফজলল করিম সাহিত্য পদক পেলেন নজরুল চর্চা সংগঠন-ধূমকেতু এর সভাপতি ও ফার্স্ট বিডি নিউজ এর সম্পাদক শেখ ফয়েজ আহমেদ।
রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে “কোথায় স্বর্গ নরক-কোথায় নরক ? কে-বলে তা বহুদুর ! মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর” কবিতার স্বনামধন্য কবি ও সাহিত্যিক শেখ ফজলল করিম এর ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি কর্তৃক আয়োজিত সাহিত্য সম্মেলনে অতিথিবৃন্দ এ পদক তাঁর হাতে তুলেন দেন। উক্ত সাহিত্য সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি অধ্যক্ষ এম. শরীফুল ইসলাম।
