বিশেষ প্রতিবেদক। দৈনিক ফরিদপুর কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মঈদুল ইসলাম লিখন নগরকান্দা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সোমবার নগরকান্দা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি এবং সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বোরহান আনিস এবং সাধারন সম্পাদক পদে মাহফুজুর রহমান নির্বাচিত হন। সহ সভাপতি, সহ সাধারন সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক ও সদস্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। মঈদুল ইসলাম লিখন দীর্ঘদিন ধরে দৈনিক ফরিদপুর কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছেন। মঈদুল ইসলাম লিখন বিনা প্রতিদ্বন্দিতায় সদস্য পদে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক ফরিদপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ওয়াহিদুজ্জামান মিলটন।
