বিশেষ প্রতিবেদক।
বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। ফরিদপুরের নগরকান্দায় একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। সদ্য ঘোষিত নগরকান্দা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোসাঃ রিক্তা আক্তারের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মৌসুমী আক্তার বুবলী, ডা. সেলিনা ওয়াহিদ, সাহানা পারভীন মনিরা, বিউটি আক্তার, সুমি জাহাঙ্গীর, সাজেদা বেগম, খাদিজাতুল কুবরা শাপলা, রাশিদা বেগম, রাজমা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্ধ।