

নগরকান্দা প্রতিনিধি #
ফরিদপুরের নগরকান্দায় জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভার সভাপতিত্ব করেন ডেপুটি সির্ভিল সার্জন ডা. তাপস বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, আবাসিক মেডিকেল অফিসার এস এম ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদ মামুন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস, ইপিআই সরোয়ার হোসেন প্রমূখ। জানাগেছে উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৪৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৫ শত ৫১ জন শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ২১৭টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।