
নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধি #
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল আলম রিজুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার বানেশ্বরদী গ্রামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ওই গ্রামের কৃতীসন্তান বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনিরসহ বিশিষ্টজনরা উপস্থিত থেকে রেজাউল আলম রিজুকে নির্বাচিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বানেশ্বরদীর মিয়া বাড়ি প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করেন এলাকাবাসী। মিয়া পরিবারের কৃতি সন্তান রফিকউদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনিরুজ্জামান মিয়া। এস এম জুয়েল মাহমুদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যক্তিত্ব মুশফিকুর রহমান মিয়া, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম ছিরু মেম্বার, আফফরদী এলাকার আব্দুল হাই সরদার, সবুজ মীর, চরযশোরদীর বশার ফকির, ত্রিভাগদীর মিন্টু মোল্যা, নিখোঁড়হাটির রবিউল শেখ ও চুনু মিয়া, গজারিয়ার দেলোয়ার হোসেন ও আলমগীর, জয়বাংলার সেলিম মিয়াসহ আরো অনেকে।ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে সহস্রাধিক নেতাকর্মী নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় আসছে ইউপি নির্বাচনে রেজাউল আলম রিজুর বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানান বক্তারা।